ভোলার সাত উপজেলায় ২২ দিনে ৬০৬ জেলের জেল-জরিমানা

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ২২ দিনে ৬০৬ জেলের জেল-জরিমানা করা হয়েছে। এদের মধ্যে ৩৮৫ জনের কারাদণ্ড ও ২২১ জন জেলের জরিমানা করা হয়েছে। ১৪ অক্টোবর থেকে বুধবার (৪ নভেম্বর) পর্যন্ত জেলার সাত উপজেলায় ৩৫০টি অভিযানে এ জেল-জরিমানা হয়।

আটকদের মধ্যে ভোলা সদরে ১৫১ জনের জেল ও ৬৩ জনের জরিমানা, দৌলতখান উপজেলায় ২০ জনের জেল ও ১৪ জনের জরিমানা, বোরহানউদ্দিনে ৪৩ জনের জেল ও ৩২ জনের জরিমানা, লালমোজন উপজেলায় ১৫ জনের কারাদণ্ড ও ২৩ জনের জরিমানা, চরফ্যাশন উপজেলায় ১১০ জনের কারাদণ্ড ও ৫০ জনের জরিমানা, মনপুরায় ১৩ জনের জেল ও ৬ জনের জরিমানা এবং তজুমদ্দিন উপজেলায় ৩৩ জনের জেল ও ৩৪ জনের জরিমানা করা হয়।

এছাড়াও এক হাজার ৯০০ কেজি ইলিশ ও ৬ লাখ ২১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোলা জেলা মৎস্য কর্মকর্তা আজাহারুল ইসলাম বলেন, ইলিশ রক্ষা অভিযান সফল হয়েছে, তাই এ বছর ইলিশ উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আমরা আশাবাদী।

Scroll to Top