জমইয়াতে হিযবুল্লাহর পাথরঘাটায় ফ্রান্স বিরোধী মিছিল

খলিলুর রহমান শাহিন, পাথরঘাটা (বরগুনা): বিশ্বনবী হযরত মুহম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্রের প্রতিবাদে বরগুনার পাথরঘাটায় বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ আয়োজনে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আসরের নামাজের পর পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পাথরঘাটা শেখ রাসেল স্কায়ারে মানববন্ধন করে।

পাথরঘাটা উপজেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ তোহা কাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর মেয়র আনোয়ার হোসেন আকন, মল্লিক মো. আইউব, মাওলানা গোলাম কিবরিয়া, হা. আ. খালেক, সেলিম আজাদ, মাওলানা আবু সালেহ নেছারী, মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ শাহাদাত হোসেন, মাওলানা ইদ্রিস আলী, কামাল হোসেন, ফোরকান ছালেহী, মেহেদী হাসান প্রমূখ।

ব্যাঙ্গচিত্র প্রদর্শনকারীর ফাঁসির দাবী জানিয়ে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শুধু মহানবীকে নিয়ে ব্যঙ্গ করা হয়নি, ব্যঙ্গ করা হয়েছে বিশ্বের পৌনে দুইশ কোটি মুসলমানের। ফ্রান্স সরকারের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ বিশ্ব মুসলিম মেনে নিতে পারে না। মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে ফ্রান্স, এমন মন্তব্য করে বক্তারা বলেন, বাংলাদেশের মাটিতে ফ্রান্সের কোনো দূতাবাস দেখতে চাই না। এছাড়া, ফ্রান্সের সকল পণ্য বয়কটের আহবান জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে।

সমাবেশে বক্তারা আরো বলেন, ছারছীনা দরবার শরীফের পীর আল্লামা শাহ মোহাম্মদ মোহেব্বুল্লাহ আগামী সোমবার সারাদেশ ব্যাপী বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে। যদি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানমান রক্ষায় দাবী মেনে নেয়া তাহলে রাজধানীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার ঘোষণা দেন বক্তারা।

Scroll to Top