হাওরে মাছ ধরতে গিয়ে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে হবিগঞ্জ আড়াইশ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানা পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতরা হলেন- উপজেলার জলসুখা ইছবপুর গ্রামের সেবুল মিয়ার ছেলে শুভ মিয়া (১৭) ও একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে মোজম্মিল মিয়া (৪৫)।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন তরফদার জানান, শুভ ও মোজম্মিল মিয়া মঙ্গলবার দুপুরে গ্রামের পার্শ্ববর্তী হাওরে মাছ শিকার করছিলেন। সেসময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মতিউর রহমান খান জানিয়েছেন, নিয়মানুযায়ী বজ্রপাতে মারা যাওয়া দুইজনের পরিবারকে সরকারি আথিক সহায়তা দেওয়া হবে।