পাবনায় বিদ্যুতের খুঁটিতে গাড়ির ধাক্কা, ছেঁড়া তারের স্পর্শে চালকের মৃত্যু

পাবনার বেড়ায় ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্টে মিঠু হোসেন (৩২) নামের এক গাড়ি চালক মারা গেছের। তিনি পাবনা সদর উপজেলার হাতিয়াপুর এলাকার মুসা মিয়ার ছেলে। আজ রবিবার সকাল ১০টার দিকে বেড়া বাজার পুরাতন টেলিফোন অফিসের সামনের রাস্তায় ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০টার সময় মিঠু হোসেন (৩২) একটি কাভার্ডভ্যানে মালামাল নিয়ে বেড়া বাজার পৌঁছায়। মালামাল আনলোড করার জন্য গাড়িটি রাস্তার সামনে ঘুরাতে গেলে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে বিদ্যুতের তার ছিঁড়ে যায়।

এ সময় চালক বিদ্যুতের তারের সাথে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এলাকাবাসী তাকে বেড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। বেড়া থানা পুলিশ এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

Scroll to Top