মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ গ্রামে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ আলমগীর হাওলাদার (৪৫) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮ সদস্যরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম।
গ্রেফতার আলমগীর ওই এলাকার হাফেজ হাওলাদারের ছেলে।
বিজ্ঞপ্তিতে মোহাম্মদ তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাতে মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ গ্রামে নিজ বাড়ি থেকে সন্ত্রাসী ও মাদকবিক্রেতা আলমগীর হাওলাদারকে গ্রেফতার করা হয়। সে সময় তার কাছ থেকে জব্দ করা হয় দু’টি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও ৫৯ পিস ইয়াবা।
গ্রেফতার আলমগীরের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিস্ফোরকদ্রব্য আইন, মারামারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ ২০টিরও বেশি মামলা রয়েছে। জব্দ পিস্তল, গুলি ও ইয়াবাসহ তাকে মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তার নামে নতুন করে ওই থানায় অস্ত্র আইন ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।