টাঙ্গাইলে গরুর আক্রমণে গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে গরুর ঘরে কাজ করতে গিয়ে গরুর আক্রমণে শিকার হয়ে প্রাণ গেলো সালমা বেগম (৩০) নামের এক গৃহবধূর। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। সালমা বেগম ওই ওয়ার্ডের রিপন সিকদারের স্ত্রী। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

জানা যায়, স্বামী রিপন সিকদার জুমার নামজ পড়তে যাওয়ায় শুক্রবার দুপুরে সালমা বেগম তাদের নিজ গরুর ঘরে কাজ করতে যায়। এ সময় গরুর রশি তার গলায় পেঁচ লেগে গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে মাটিতে লুটিয়ে পরে থাকা দেখে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে তার স্বজনরা। অবস্থা ভয়াবহ দেখে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সালমা বেগমকে মৃত ঘোষণা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুল ইসলাম বলেন, লাশের গলায় ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।

Scroll to Top