আজ শনিবার (২৯ আগস্ট) বেলা ১টার দিকে বরগুনার আমতলী-কুয়াকাটা সড়কে যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক খলিল মৃধা (৩০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
এছাড়া মোটরসাইকেল আরোহী ও বাসযাত্রীসহ ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্য ২ জনকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত মো. শাহ আলম জানান, সকাল আনুমানিক ১২টার দিকে কুয়াকাটা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী বাস আমতলীর ছুরিকাটা নামক স্থানে ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নিয়ে রাস্তায় উঠার সময় মোটরসাইকেলকে সরাসরি আঘাত করে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে থাক্কা লাগে।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে নিহত মোটরসাইকেল চালকসহ আহতদের উদ্বার করে। নিহত খলিল মৃধার বাড়ী কলাপাড়া উপজেলায়। পুলিশ বাসটিকে আটক করলেও বাস চালক ও হেলপার পালিয়ে যায়।