চাঁপাইনবাবগঞ্জে বিরল রোগে আক্রান্ত শিশু তাশমিমা। গরীব পরিবারের সন্তানরা যখন কোন রোগে আক্রান্ত হয় তখন রোগ নিরাময়ের জন্য তাদের সবচেয়ে বড় বাধা হয় অর্থ। বাচ্চাটি এখন বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে। পরিবারের সামর্থ্য নেই শিশুটির উন্নত চিকিৎসা করার।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের পোলাডাঙ্গা ঈদগাহর পেছনে বাড়ি শিশুটির। তার বাবার নাম তোজাম্মেল। বিয়ের পর তোজাম্মেল দম্পত্তির দ্বিতীয় কন্যা সন্তান ১৫ মাস বয়সী তাশমিমা বিরল রোগে আক্রান্ত হয়।
জানা গেছে, তাশমিমার মা গর্ভবতী অবস্থায় আল্ট্রাসনোগ্রাম করে বুঝতে পারেন বাচ্চার মাথা স্বাভাবিকের থেকে একটু বড়। পরবর্তী সময়ে শহরের সেবা ক্লিনিকে সিজার করার পর জন্ম নেয় শিশুটি। জন্মের পর থেকেই নরম তুলতুলে মাথা নিয়ে বিপদে পড়েন বাবা-মা।
স্থানীয় ডাক্তাররা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পরামর্শ দেন। কিন্তু গরিব তোজাম্মেল আর্থিক সমস্যার জন্য চিকিৎসা করাতে পারছে না শিশুটির।
শিশুটির মাথার ওজন দিনদিন বড় হয়েই চলেছে। অসহায় তোজাম্মেল-লাভলী দম্পতি শিশুটির চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিত্তবানদের কাছে আবেদন জানিয়েছেন। যাতে শিশুটিকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য ভালো একটা ব্যবস্থা করা যায়। শিশুটির বাবা মো. তোজাম্মেল হোসেন সহযোগিতা করার জন্য মুঠোফোনের ০১৭১০-৬১০৯০৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।