গত শনিবার পাবনা সদর উপজেলার ভাড়া ইউনিয়নের বকশিপুর গ্রামের ডেকরেটর ব্যবসায়ী শরীফুল ইসলাম সরদার (২৫) হত্যা মামলার এজহারনামীয় সাত আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (সিআইডি) একটি দল।
গত শনিবার ঢাকা পালানোর পথে সদরের জহিরপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঘটনার বিষয়ে গোয়েন্দা পুলিশের তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, চলতি বছরের ২৫ মে পাবনা সদরের ভাড়া ইউনিয়নের বকশিপুর গ্রামের মিনাজ সরদারের ছেলে শরীফুল ইসলাম সরদারকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে পাবনা সদর থানায় পরদিন ২৬ মে ১৮ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যা মামলা পাবনা সদর থানা থেকে ২৬ জুন সিআইডির কাছে হস্তান্তর করা হয়। এ হত্যা মামলা তদন্ত সাপেক্ষে গোয়েন্দা পুলিশ মামলার আগে পাঁচ জনসহ নতুন আরো সাত জনকে গ্রেফতার করে। হত্যা মামলার মোট ১২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে পলাতক রয়েছে আরও ছয় জন।
পুলিশ আরও জানায়, গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা পালানোর প্রস্তুতির সময় জহিরপুর গ্রামের একটি বাড়ি থেকে হত্যা মামলার সাত আসামিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ হত্যা মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
হত্যা মামলায় গ্রেফতাররা হলেন- পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের বকশিপুর গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে আব্দুস সোবহান (৪০), তোমিজ উদ্দিনের শেখের ছেলে মো. তজের শেখ (৫০), মৃত আহম্মেদ শেখের ছেলে কুদ্দুস শেখ (৪৫), মো. আফতাব প্রামাণিকের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫), আজমত প্রামাণিকের ছেলে জুয়েল রানা (১৯), মৃত কৃদ্দুস শেখের ছেলে আনাই শেখ (৪৫) ও আইনাল শেখের ছেলে ইসমাইল শেখ (২৮)। গ্রেফতারকৃতদের বাড়ি একই গ্রামে বলে জানিয়েছে পুলিশ।