দেশে মহামারী করোনার সাথে যোগ হয়েছে বন্যা ও নদী ভাঙ্গন। চরফ্যাশন মেঘনার ভাঙনের মাটিচাপায় পড়ে নিখোঁজ জসিম উদ্দিন (৪০) লাশ ৪২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আজ রবিবার বিকেল ৩ টায় ৪০ মিনিটে নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জসিম উদ্দিন আসলামপুর আয়েশা গ্রামের মহাসিন বেপারির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেতুয়া মৎস্যঘাটের উত্তর পাশে নদীতের পাড়ে দাঁড়িয়ে ঝাকিজাল (জাইজাল) মারতে গিয়ে মাটিচাপায় নদীতে তলিয়ে নিখোঁজ হয় জসিম।
প্রত্যেক্ষদর্শী শাহাজান মাঝি জানান, আমি আর জসিম একসাথে নদীর কিনারা থেকে জাইজাল মারতেছি। হঠাৎ চোখের পলকে কি দেখলাম জসিমের পায়ে তলার মাটি নিচের দিকে দেবে জসিম পানির মধ্যে পড়ে যায়। আমি দৌঁড়িয়ে নদীতে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করছি। কিন্তু নদী স্রোত থাকার কারণে তাকে খুঁজে পাইনি।
নিখোঁজ জসিমকে উদ্ধারের জন্য বরিশাল থেকে ডুবুরি দল চেষ্টার পর ব্যর্থ হয়েছে। আজ রবিবার ৩টায় ৪০ মিনিটে বেতুয়া নদীতে ভাসতে দেখে স্থানীরা তাকে উদ্ধার করে।