একটি গাছের ভেঙে পড়া ডালের নিচে চাপা পড়ে নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শহরের রেলওয়ে অফিসার্স কলোনি লিচু বাগান এলাকায় গত সোমবার (১৩ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম আসমা বেগম (৪০)।
নিহতের ভাতিজা মো. রাজু আহমেদ জানান, ঘটনার দিন বিকেল আনুমানিক সোয়া ৪টার দিকে তার খালা আসমা বেগম বাড়ির উঠানে বসে আম খাচ্ছিলেন। এ সময় বাড়ির ওপরে থাকা রেলওয়ের শতবর্ষী একটি টাউন সিরিজ (কড়াই) গাছের ডাল আকস্মিক তার ঘরের ওপর ভেঙে পড়ে।
এতে উঠানে বসে থাকা গৃহবধূ আসমা বেগম গাছের ভেঙে পড়া ডালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন। পরে আশপাশের লোকজন ঘটনাটি টের পেয়ে দ্রুত তার মরদেহ উদ্ধার করেন। তিনি ওই এলাকার টিউবওয়েল মিস্ত্রি মো. আসলামের স্ত্রী বলে জানা গেছে।
প্রসঙ্গত, সৈয়দপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উল্লিখিত এলাকায় শতবর্ষী একটি টাউন সিরিজ গাছ রয়েছে। আর গাছটির গোড়া পোকামাকড়ে খেয়ে গর্তের পরিণত করেছে। তারপরও গাছটির নিচে এবং আশপাশে এলাকায় দীর্ঘদিন ধরে শতাধিক পরিবার বসবাস করছেন। এর কয়েক বছর আগেও ওই গাছের ডাল ভেঙে পড়ে এক নারী প্রাণ হারান। শতবর্ষী গাছটির কারণে রেলওয়েয় অফিসার কলোনি লিচু বাগান এলাকায় বসবাসকারী মানুষ পরিবার-পরিজন নিয়ে চরম আতঙ্কে আছেন। এ ঝুঁকিপূর্ণ শতবর্ষী গাছটি ভেঙে পড়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।