যমুনার কাজিপুর পয়েন্টে গত এক সপ্তাহ যাবৎ কমছে পানি, ভাঙছে আবাদি জমি, ঘরবাড়ি। বিশেষ করে যমুনা নদীতীঁর সংরক্ষণ প্রকল্পের বাইরের অংশে ভাঙন তীব্রতা পেয়েছে। বুধবার (৮ জুলাই) কাজিপুর সদর ইউনিয়নের কাটাতলা নৌকাঘাটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঘাটের প্রায় ১ শ মিটারের মধ্যে তীব্র ভাঙন শুরু হয়েছে।
এর মধ্যে ঘাট এলাকার পঞ্চাশটির মতো ঘর-বাড়ি ও মহল্লার ছোট কয়েকটি দোকান অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। ভাঙন ঠেকাতে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের লোকজন জিও ব্যাগে বালি ভরে ড্যাম্পিং শুরু করেছে।
তবে এ কাজে একটিমাত্র নৌকা ব্যবহারের ফলে কাজের ধীরগতিতে স্থানীয়রা অসন্তোষ প্রকাশ করেছেন। এ ছাড়া এই ভাঙন এলাকার মাত্র ৩ শ মিটার উজানে বুধবার দুপুর থেকে আকস্মিক ভাঙন শুরু হয়েছে। এতে বেশকিছু আবাদি জমিসহ কয়েকটি গাছের বাগান নদী গিলেছে। স্থানীয় লোকজন এখানেও ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী জানান, ভাঙন ঠেকাতে আরো কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্যে পাউবোর সাথে কথা বলেছি। আশা করছি তারা কাজের গতি বাড়াবেন।