সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) রাতে ও রোববার সকালে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দেবহাটা উপজেলার খাঞ্জিয়া নোয়াপাড়া গ্রামের এক নারী (৫০), সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার এক বৃদ্ধ (৯৫) ও কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামে অপর এক নারী (৪০)।
সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক নারী শনিবার দুপুরে মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
এদিকে রাত ১০টার একই উপসর্গ নিয়ে রাহাতুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন এক ব্যক্তি। রাত ১১টার দিকে তিনি মারা যান।
অপরদিকে একই উপসর্গ নিয়ে রোববার সকালে মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন অপর এক নারী। ভর্তি হওয়ার আগেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, মৃত তিন জনেরই নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন করা হয়েছে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়ি লকডাউন করা হয়েছে।
সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চার জন করোনা আক্রান্ত ছিলেন।