গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে আরও ৫৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ২০ জুন ঢাকাস্থ মহাখালীর আইপিএইচ থেকে সংগৃহীত ৮৩ জনের নমুনায় ১৬ জনের পজিটিভ (পুরাতন ৫ জন পজিটিভসহ) ও ৬২ জনের নিগেটিভ পাওয়া গেছে। ২৫ জুন একই হাসপাতাল থেকে ১১৬ জনের নমুনা পরীক্ষায় ১৬ জনের পজিটিভ (পুরাতন ১ জন পজিটিভসহ) ও ৯৯ জনের নিগেটিভ পাওয়া গেছে।
এছাড়া ২৪, ২৬, ২৭, ২৮ ও ২৯ জুন (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ১৮৭ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের পজিটিভ (পুরাতন পজিটিভ ৫ জনসহ) ও ১৬২ জনের নিগেটিভ পাওয়া গেছে। বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২১ জুন সংগৃহীত ৮ জনের নমুনায় ৫ জনের পজিটিভ ও ৩ জনের নিগেটিভ পাওয়া গেছে।
সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫২০ জন। নতুন ৫৭ জন করোনা আক্রান্তের মধ্যে সদর উপজেলায় ২৩ জন, হোসেনপুরে ১ জন, করিমগঞ্জে ৬ জন, তাড়াইলে ১ জন, পাকুন্দিয়ায় ৪ জন, কটিয়াদীতে ৩ জন, কুলিয়ারচরে ৫ জন, ভৈরবে ৮ জন, নিকলীতে ১ জন, বাজিতপুরে ৩ জন, ইটনায় ১ জন ও বাজিতপুরে ১ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরও জানা গেছে, আইসোলেশনে থাকা করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৫৬৮ জন। এরমধ্যে হাসপাতাল আইসোলেশনে ৬০ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ৫০৮ জন। অন্য জেলা থেকে আগত হাসপাতাল আইসোলেশনে থাকা করোনা আক্রান্তের সংখ্যা ২ জন। হাসপাতাল আইসোলেশনে থাকা নিগেটিভ/ সাসপেক্টেড রয়েছেন ৬ জন। এছাড়া বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৫০ জন।
সিভিল সার্জন আরও জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২১ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯২৮ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ জন।