আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাটির নিচ থেকে স্ট্যানগান, পাইপগান ও ম্যাগজিন উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহৃত। যে কারণে এসব স্মৃতি মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার শাহবাজপুর এলাকার আমিনপাড়ার করিম উদ্দিন শাহ্ (র.) মাজারের পূর্ব দিকে গাছ কাটা হচ্ছিল। এ সময় মাটি খোঁড়ার প্রয়োজন পড়ে। কয়েকফুট মাটি খোঁড়ার পর পলিথিনে মোড়ানো অবস্থায় এসব অস্ত্র দেখতে পান কর্মরত শ্রমিকরা। বিষয়টি জনপ্রতিনিধিদের মাধ্যমে পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ গিয়ে ঝং ধরা এসব অস্ত্র নিয়ে আসে।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাজিব আহমেদ জানান, তাঁর বাবাসহ অন্যান্য মুক্তিযোদ্ধাদের কাছ থেকে এ এলাকায় মুক্তিযুদ্ধ হয়েছে বলে জানতে পেরেছেন। উদ্ধার করা অস্ত্রগুলো মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত বলেই মনে হচ্ছে। উদ্ধারকৃত স্মৃতিগুলো যেন মুক্তিযুদ্ধ জাদুঘরে রাখা হয় সেই দাবি জানাচ্ছি।