নতুন করে কুষ্টিয়ায় আরও ৩৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে চারজন ব্যাংক কর্মকর্তা, দু\’জন পুলিশ ও দু\’জন বিজিবি সদস্য রয়েছেন।
রবিবার রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ জেলার ১৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৭টি ফলাফল পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ১৪ জন, ভেড়ামারা উপজেলায় ৬ জন, মিরপুর উপজেলায় ৫ জন, কুমারখালী উপজেলার ৬ জন ও দৌলতপুর উপজেলায় ৬ জন।
আক্রান্তদের মধ্যে চারজন ব্যাংক কর্মকর্তা, দু\’জন পুলিশ সদস্য ও দু\’জন বিজিবি সদস্য রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৮৪ জনে।
আক্রান্তদের মধ্যে এখনো পর্যন্ত তিনজন মারা গেছেন। আর সুস্থ হয়ে উঠেছেন ৯৭ জন রোগী।