করোনাঃ ফেনীতে উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু

২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু ঘটেছে। তাদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ।

মঙ্গলবার (১৬ জুন) ফেনী জেনারেল হাসপাতাল সূত্র জানা যায়, দুপুরে ৭০ বছরের এক নারী আইসোলেশনে মৃত্যুবরণ করে। শহরের বিরিঞ্চি নিবাসী ওই নারী বেলা ১২টা নাগাদ হাসপাতালে ভর্তি হন।

একইদিন বিকেল সাড়ে ৪টায় ৮৫ বছরের এক ব্যক্তি মারা যান। মৃত্যুর প্রায় ঘণ্টাখানেক আগে তিনি হাসপাতালে ভর্তি হন। তার বাড়ি শহরের পূর্ব মধুপুরে। মৃত্যুর পরপর করোনা পরীক্ষার জন্য তাদের দু’জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হোসেন ভূঁইয়া।

তিনি আরও জানান, বিকেলে আইসোলেশন ওয়ার্ডে চৌদ্দগ্রামের এক নারীর (২০) মৃত্যু হয়। ১০ জুন এ রোগী হাসপাতালে তীব্র জ্বর নিয়ে ভর্তি হয়। ১১ জুন তার নমুনা সংগ্রহ করা হলেও এখনও পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি। তিনজনই আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন বলেও জানান আরএমও।

Scroll to Top