মহামারী করোনার কারণে সরকারি নির্দেশনায় সামাজিক দূরত্ব ও মাস্ক পড়ে চলাচল বাধ্যতামূলক হলেও চাঁপাইনবাবগঞ্জের আম বাজারে এর কোন বালাই নেই। ক্রেতা ও বিক্রেতারা অনেককেই মাস্ক ছাড়া আম বেচাকেনা করতে দেখা গেছে।
আজ মঙ্গলবার সকালে জেলা শহরের তহাবাজারে গিয়ে দেখা যায়, বাজারে আমের আমদানি বেড়ে গেছে। পাকা আমের মিষ্টি সুগন্ধে ভরে উঠতে শুরু করেছে আমের রাজধানী খ্যাত আম বাজারগুলো। ফলে বাজারে চাহিদা বেড়েছে গোপালভোগ, ক্ষিরসাপাতসহ বিভিন্ন জাতের গুটি আমের। পাশাপাশি আমের বাজারে ক্রেতাদের সমাগম বেড়েছে।
সকাল ৭টা থেকে বেলা ১২টা পর্যন্ত ক্রেতাদের আনাগোনা বেড়ে যাওয়ায় অনেকেই স্বাস্থ্যবিধি না মেনে আমবাজারে একে অপরের গা ঘেষে আম বেচাকেনা করছে। এমনকি মাস্ক ব্যবহার না করেই বাজারে আসতে দেখা গেছে অনেককেই। অনেক ক্রেতা ও বিক্রেতাকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বললেও তারা কোন কর্ণপাত করছে না।
এদিকে, আমবাজারে হাত ধোয়ার কোনো ব্যবস্থা রাখা হয়নি। স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য স্থানীয় প্রশাসনের আরও প্রচারণা চালানোর পাশাপাশি কঠোর হওয়া প্রয়োজন বলে মনে করছেন অনেকেই।