নওগাঁ প্রতিনিধি (বাবুল আকতার): নওগাঁর সাপাহারে উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সৃষ্টি একাডেমি রেসিডেন্সয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক নারী নেত্রী ইসফাত জেরিনের পক্ষ থেকে ইমাম -মুয়াজ্জিনদের মাঝে ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ করা হয়েছে।
গত বুধবার বিকাল ৫ টায় সৃষ্টি একাডেমিতে আসন্ন ঈদ-উল – ফিতর উপলক্ষে সাপাহার সদরে অবস্থিত মসজিদ গুলোর ইমাম-মুয়াজ্জিনদের মাঝে ঈদ সামগ্রী ও ইফতার বিতরণ করেন।
উল্লেখ্য কোরোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারনে সাপাহার উপজেলার বিভিন্ন গ্রামের অসহায়, কর্মহীন ও নিম্নমধ্যেবিত্ত পরিবারে এই নারী নেত্রী নিজ উদ্যোগে মাস্ক, চাল,ডাল,আটা,তেল, সব্জী, সেমাই, চিনি, বাদাম,কিচমিচ,খেজুর, গুড়ো দুধ,কাপড়, হ্যান্ড স্যানিটাইজার,সাবান, সহ নগদ অর্থ প্রদান করেন ।
সেই সাথে কোরানা ভাইরাস মোকাবেলায় বীর যোদ্ধা হিসেবে ৫০ জন স্বেচ্ছাসেবক কে প্রতিদিন দুপুরে নিজ হাতে রান্না করে মানসম্মত খাবার দেয়া সহ অসহায় পঙ্গু ভ্যানচালক আনিছুর রহমানের পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ছিলেন।