রাজবাড়ীতে ঘূর্নিঝড় আম্ফানের প্রভাবে ৩ হাজার ৮৬৭ হেক্টর কৃষি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আম্ফানের প্রভাবে রাজবাড়ীতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানাগেছে, বর্তমানে রাজবাড়ীতে প্রায় ৭০ হাজার হেক্টর আবাদি কৃষি জমি রয়েছে। যার মধ্যে আম্ফানের প্রভাবে ৩ হাজার ৮৬৭ হেক্টর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে বোরো ধান ২৭৫ হেক্টর, পাট ২ হাজার ৮৪০ হেক্টর, শাক সবজি ২১২ হেক্টর, তিল ২৪০ হেক্টর, মরিচ ১০০ হেক্টর, ভুট্টা, মুগসহ অন্যান্য ২০০ হেক্টর ফলাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
চাষিরা জানান, রাতে অনেক ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু সে তুলনায় তেমন ফসলের ক্ষতি হয় নাই। তবে কিছু কিছু জায়গার তাদের অনেক চাষির ধান হেলে পড়েছে। আর নিচুর জমির ফসলে জমেছে পানি। পাট, তিল, বাঙ্গি খেতে পানি দীর্ঘ দিন জমে থাকলে ব্যাপক ক্ষতি হবে।
জেলা কৃষি সস্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোপাল কৃষ্ন দাস জানান, ঘূর্ণিঝড় আম্ফানে ৩ হাজার ৮৬৭ হেক্টর জমি আক্রান্ত হয়েছে। ঝড়ো বাতাসে ২৭৫ হেক্টর জমির বোরা ধান হেলে গেছে। এ ছাড়া নিচু অঞ্চলের পাঠ ও তিলে ক্ষেতে হালকা পানি জমেছে। পানি নেমে গেলে আর সমস্যা থাকবে না। ঝড়ো বাতাসে ফসলের বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয় নাই।