ঘূর্ণিঝড় আম্পানের কারণে সরকারের প্রত্যশার চেয়েও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছে। এ পর্যন্ত উপকূলীয় জেলাগুলোর ২৩ লাখ ৯০ হাজার ৩০৭ জন মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছেন।
আগের চেয়ে আশ্রয় কেন্দ্রে সংখ্যাও বাড়ানো হয়েছে। সরকারের প্রত্যাশা ছিলে সর্বোচ্চ ২২ লাখের মতো মানুষ আশ্রয় কেন্দ্রে নেওয়া সম্ভব হতে পারে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল আজ বুধবার দুপুর সোয়া দুইটার দিকে কালের কণ্ঠ’কে এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রথম ১২ হাজারের কিছু বেশি কেন্দ্র করা হলেও আজ সেটা ১৪ হাজার ৬০০তে উন্নীত করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আশ্রয়কেন্দ্র নিয়ে কোনো সমস্যা নেই। বিভিন্ন আশ্রয় কেন্দ্র প্রাঙ্গন এবং বাঁধে পাঁচ লাখের বেশি গরু-ছাগলও নেওয়া হয়েছে।
একদিনের ব্যবধানে এতো মানুষের আশ্রয় কেন্দ্রে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে দুর্যোগ সচিব বলেন, ১০ নম্বর বিপদ সংকেত শুনলে উপকূলের মানুষের কলিজায় পানি থাকে না। সংশ্লিষ্ট জেলা থেকে আসা তথ্যের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন ত্রাণ সচিব।