নরসিংদী-৩ শিবপুর আসনের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন, এখনই সময় মানুষের পাশে দাঁড়ানোর। মানুষকে সেবা করার। মানুষের মুখে দু মুঠো অন্য তুলে দেয়ার। রাজনীতি সারা জীবন করা যাবে। কিন্তু মানুষকে উত্তম সেবা দেয়া যাবে না। দেশের ক্রান্তিকালে করোনার সংকট মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানুষের দুঃখ দুর্দশা দূর করতে হবে। নরসিংদীর শিবপুরে ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার অসহায় দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার বেলা ১১টা থেকে দিনভর একাধিক ট্রাকে করে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেয়া হচ্ছে সাবেক এই এমপির ভালোবাসা। সকালে শিবপুর এমপির অফিসের সামনে সারি সারি ট্রাক বোঝাই করে রাখা হয়েছে খাদ্যসামগ্রী। এলাকার অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের তালিকা নিয়ে নেতাকর্মীরা ছুটছেন মানুষের বাড়ি বাড়ি। সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার ব্যক্তিগত তহবিল থেকে মঙ্গলবার দ্বিতীয় দফায় ৬ হাজার পরিবারের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে প্রথম দফায় আরও ৪ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সংকট চলাকালীন এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।