করোনাঃ ঠাকুরগাঁওয়ে অসহায় মানুষের মাঝে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী অসহায় মানুষদের খাদ্য সহায়তায় এগিয়ে এসেছে ২২২ পদাতিক বিগ্রেডের অধীনস্ত ৪ই বেঙ্গল দি বেবী টাইগার্স অপারেশন কোভিড সেনাবাহিনীর একটি টিম।

সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলা বড়খোঁচাবাড়ি দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে দরিদ্র সংখ্যালঘু, অসহায় দুস্থ মুক্তিযোদ্ধা ও কর্মহীন সাড়ে ৬শ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন তারা।

সেনাবাহিনীর অধিনায়ক দি বেবী টাইগার্স লে. কর্নেল জে এ এম বখতিয়ার উদ্দীন বলেন, সেনাবাহিনীর সদস্যদের রেশন বাঁচিয়ে সদর উপজেলাসহ অন্যান্য উপজেলাতেও দরিদ্র মানুষদের খাদ্য সহায়তা প্রদান করছে সেনাবাহিনী। এছাড়া গত ২৪ মার্চ থেকে এখন পর্যন্ত সেনা সদস্যরা জেলায় সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা নিশ্চিতসহ করোনা পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছেন।

এ সময় অন্যান্যদের মধ্যে মেজর ফাহাদ, ক্যাপ্টন ইরফান, ক্যাপ্টেন শিহাব উপস্থিত ছিলেন। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের পিপিই ও মাস্ক প্রদান করা হয়।

Scroll to Top