রংপুরে প্রতিদিনই বাড়ছে করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা। গত রবিবার দুই পুলিশ সদস্যসহ নতুন করে আরও ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রংপুর জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৩৪ জনে। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
তিনি জানান, রবিবার রংপুর মেডিক্যাল কলেজের অণুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে ১৩৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে রংপুর জেলার ছয় জনের নমুনায় করোনা পজিটিভ আসে। এদের মধ্যে রংপুরের পীরগাছার এক পুলিশ সদস্য (৫০), বদরগঞ্জের এক পুলিশ সদস্য (৪০), নগরীর সেনপাড়ার এক যুবক (২০), আদর্শপাড়ার এক যুবক (৩০), হারাগাছ এলাকার এক ব্যক্তি (৪০) এবং পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী পরিচ্ছন্নতা কর্মী (৩০)।
জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, নতুন ছয় জনসহ রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩৪ জনে। আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসকের পরামর্শে বাড়িতে আছেন। আর ২৮ জনকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলায় এখন পর্যন্ত ১০ জন সুস্থ হয়েছেন বলে জানান তিনি।
অন্যদিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে রবিবার ১৮৮টি নমুনা পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে নীলফামারী জেলার ১২, দিনাজপুরের ১০ এবং পঞ্চগড়ের দু’জন রয়েছেন। এ নিয়ে রংপুর বিভাগের আট জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩৪৭ জনে।