মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে জনসাধারণকে লকডাউন মেনে ঘরে থাকার জন্য চাঁদপুর পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বশেষ গঠন করা হয়েছে ‘কমিউনিটি পুলিশ ওয়াচ টিম’। একাধিক দল গঠন করে স্থানীয় পর্যায়ে অনলাইনে মনিটরিং করা হচ্ছে কর্মকান্ড।
সূত্র জানায়, করোনা পরিস্থিতিতে বিভিন্ন কাজে কমিউনিটি পুলিশ সদস্যদের ব্যবহার করা হচ্ছে। সর্বশেস চাঁদপুর সদর সার্কেলের পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী একটি ফেসবুক গ্রুপ চালু করেছেন। তাতে কমিউনিটি পুলিশের সদস্যরা কোথাও লকডাউন ভাঙার ঘটনা দেখলে বা জনসমাগম দেখলে ছবি পোস্ট দিচ্ছেন। সে মোতাবেক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। এজন্য সার্বক্ষনিক প্রহরা চলছে অলিগতিতে। চাঁদপুর পৌরসভা ও সদর উপজেলার ১২টি ইউনিয়নে কমিউনিটি পুলিশের সহযোগিতা নিয়ে চলছে এ কার্যক্রম।
চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী বলেন, ‘মানুষের জীবন বাঁচাতেই পুলিশের পক্ষ থেকে এমন উদ্যোগ নিয়েছি। মানুষ ঘরে থাকলেই নিরাপদ থাকবেন।’