কিশোরগঞ্জের ভৈরবে নতুন করে আরও ছয়জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বুধবার ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. বুলবুল আহম্মদ এই তথ্য জানিয়েছেন। শনাক্তের হওয়ার মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ।
গত ১২ এপ্রিল মেঘনা জেনারেল হাসপাতালে তাদের এক বান্ধবীর জন্মদিন পালন করেন। এর তিনদিন পরই বান্ধবীর করোনা পজিটিভ ধরা পরে। পরে হাসপাতালটি লকডাউন ঘোষণা করা হয়। জন্মদিনে অংশগ্রহণ করা ৩৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। রিপোর্টে ৩৮ জনের মধ্যে ছয়জনের পজিটিভ আসে। বাকিদের রিপোর্টে নেগেটিভ আসে। এ নিয়ে ভৈরবে মোট ৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১০ জন পুলিশ, ২১ চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মী ও ১০ জন এলাকাবাসী রয়েছেন।
করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. বুলবুল আহম্মদ এই তথ্য জানিয়ে বলেন, আক্রান্তদের ইতিহাস খোঁজা হচ্ছে। এছাড়া জনসাধারণকে ঘরে থাকার অনুরোধ করা হয়েছে।