কুষ্টিয়ায় নতুন আরও দুইজন করোনা রোগী আক্রান্ত

কুষ্টিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম দুইজন রোগী শনাক্ত হয়েছে। বুধবার সকালে ওই দুই করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে একজন ব্যাংক কর্মকর্তা ও অপরজন ড্রাইভার।

বুধবার সকালে কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্ত দুজনই পুরুষ। শনাক্তদের মধ্যে একজনের বাড়ি কুষ্টিয়া শহরে। তার বয়স ৩০ বছর। আর আরেকজনের বাড়ি কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কয়া গ্রামে। তার বয়স ৬৯ বছর। সকাল সাড়ে ৮টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে জানতে পারেন কুষ্টিয়ার দুজন রোগী করোনা শনাক্ত হয়েছে। তারা বাড়িতেই আছে। বাড়িতে রেখে চিকিৎসা করা হবে নাকি হাসপাতালের আইসোলেশনে নেওয়া হবে সেটা পরে জানাতে পারবো। এছাড়াও আক্রান্তদের বাড়িসহ বাড়িসহ আশেপাশের এলাকা লকডাউন করা হয়েছে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন জানান, করোনা ভাইরাস সংক্রমণরোধে ওই দুই রোগীর বাড়ি ও আশপাশের এলাকা লকডাউনসহ স্বাস্থ্য মেনে চলতে কঠোরতা আরোপ করা হয়েছে।

Scroll to Top