সিলেটের ফেঞ্চুগঞ্জে কৃষকের ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে হাকালুকি হাওড়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের একদল স্বেচ্ছাসেবী তরুণ ধান কেঁটে বেঁধে ঘরে নিয়ে যায় কৃষকের।
ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারহান সাদিক জানান, ফেঞ্চুগঞ্জের সবচেয়ে বেশি বোরো ধান হয় হাকালুকিতে। প্রধানমন্ত্রীর নির্দেশ দিয়েছেন কৃষকদের পাশে থাকার জন্য। ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক ও সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী\’র পরামর্শক্রমে কৃষকদের পাশে থাকবে।
ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রাহাত আহমদ ও রাজন আহমদ, ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিমুল ইসলাম নীরব, ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান চৌধুরী বাবেল, সহ-সভাপতি ইমন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রোমান আহমদ, ফারুক আহমদ, প্রচার সম্পাদক সজিব আহমদ, মাইজগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মামুন ও শাহীন প্রমুখ। ধান কাটায় অংশ নেন।