হবিগঞ্জ জেলায় ডাক্তার-নার্সসহ ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে লাখাই উপজেলায় ৩ জন, বানিয়াচঙ্গে ৩ জন, বাহুবলে ১ জন, আজমিরিগঞ্জ ২ জন ও চুনারুঘাট উপজেলায় ১ জন রয়েছেন। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ পর্যন্ত ১১ জন করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানা গেছে।
করোনা আক্রান্তদের মধ্যে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৈয়দ আদনান আরেফিন, নার্স উম্মে কবীর নাজমিন নাহার রয়েছেন। গত রবিবার হবিগঞ্জ থেকে ৩৯ জনের নমুনা পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হয়।
সোমবার রাত সাড়ে ১০টায় পাঠানো রিপোর্টে ১০ জন করোনা আক্রান্ত বলে জানানো হয়। ওই ১০ জনের মধ্যে কেউ কেউ হোম কোয়ারেন্টাইনেও রয়েছেন।
সিভিল সার্জন ডাক্তার এ কে এম মোস্তাফিজুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, যারা হোম কোয়ারেন্টিনে রয়েছেন তাদেরকে আজ হবিগঞ্জে আনার ব্যবস্থা করা হয়েছে। ব্যস্ততার কারণে তিনি বিস্তারিত জানাতে অপরাগতা প্রকাশ করেন।
জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, ‘করোনা আক্রান্তদের মধ্যে ৭ জন হোম কোয়ারেন্টিনে আছেন। তাদের সবাইকে হবিগঞ্জ হাসপাতালে আনা হবে।