লক্ষীপুর জেলায় আরো ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ২২জন। নতুন আক্রান্তদের মধ্যে রামগঞ্জে ১, এবং লক্ষ্মীপুর সদরে ২জন। সর্বশেষ ৪৫ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের পজেটিভ রিপোর্ট আসে।
আজ রবিবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আব্দুল গফফার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নতুন ৩ জন করোনা রোগীর মধ্যে দুইজন সদর উপজেলার বাসিন্দা আর অপরজন রামগঞ্জের বাসিন্দা। এ নিয়ে রামগঞ্জে মোট ১৫ জন, সদরে ৩ জন, রামগতি ও কমলনগরে ৪ জন রোগী করোনা আক্রান্ত শনাক্ত হন।
লক্ষ্মীপুরে আজ লকডাউনের সপ্তম দিন চলছে। অসচেতনভাবে অযথা ঘুরাফেরা করছে মানুষ। সামাজিক দূরুত্ব মানা হচ্ছেনা। এতে করে করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি আরো থাকছে বলে মনে করছেন সচেতনরা।