অনির্দিষ্টকালের জন্য পিরোজপুর জেলা লকডাউন ঘোষণা

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পিরোজপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা ম্যাজিস্ট্রেট ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি আবু আলী মো. সাজ্জাদ হোসেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সোয়া ১১টায় এক গণবিজ্ঞপ্তিতে তিনি এ আদেশ জারি করেন।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলা কমিটির মিটিংয়ে জেলা সিভিল সার্জনের সুপারিশক্রমে সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর পরিপ্রেক্ষিতে আবু আলী মো. সাজ্জাদ হোসেন লকডাউন ঘোষণা করেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক, নৌপথে এ জেলায় কেউ প্রবেশ বা জেলা হতে অন্য কোনও জেলায় যেতে পারবেন না। সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে জরুরি পরিসেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্য সরবারহ ও সংগ্রহ অবরোধের আওতাবহির্ভূত থাকবে।

এদিকে সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী জানান, পিরোজপুর জেলায় এখন পর্যন্ত ৪ জন ব্যক্তি কোভিড-১৯ রোগী সনাক্ত হয়েছে।

Scroll to Top