শরীয়তপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা ম্যাজিস্ট্রেট কাজী আবু তাহের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি একথা জানানো হয়েছে। বুধবার সন্ধ্যা ৬ টা থেকে এ আদেশ কার্যকর হবে।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, সিভিল সার্জন কার্যালয়ের সুপারিশে করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলায় শরীয়তপুর জেলাকে লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই লকডাউন বলবৎ থাকবে। এই সময়ে জেলার প্রতিটি সীমানা দিয়ে প্রবেশ ও প্রস্থান বন্ধ থাকবে। এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। শুধুমাত্র জরুরি সেবার ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। কেউ যদি এ নির্দেশ অমান্য করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় গণপরিবহন ও জনচলাচল বন্ধ থাকবে। জেলা ও উপজেলার যে কোন সীমানা দিয়ে প্রবেশ ও প্রস্থান বন্ধ থাকবে। তবে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কযোগে শরীয়তপুর উপর দিয়ে অন্য জেলার আন্তঃযোগাযোগ এবং জরুরী পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরঞ্জাম ও পরিবহন আওতাবহির্ভূত থাকবে।