লক্ষ্মীপুরে করোনা রোগী শনাক্ত, লকডাউন ১০ বাড়ি

লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামের বেড়ি বাজার এলাকার বাসিন্দা।

শনিবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে লক্ষ্মীপুরের সিভিল সার্জন আবদুল গাফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্ত ওই যুবক (৩২) উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া গ্রামের বেড়িবাজার এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন গার্মেন্ট কর্মী। তিনি ঢাকা থেকে করোনার উপসর্গ নিয়ে এলাকায় এসে এতদিন হোম কোয়ারেন্টিনে ছিলেন। করোনা ধরা পড়ায় এখন তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।।

সিভিল সার্জন আরও জানান, সম্প্রতি ওই যুবকের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) পাঠানো হয়। সেখানে নমুনার ফল পজিটিভ আসে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহেনারা পারভীন পান্না বলেন, রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন ফোন করে বিষয়টি জানিয়েছেন। করোনা আক্রান্ত যুবককে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় ওই যুবকের নিজ বাড়ি, শ্বশুরবাড়িসহ আশপাশের ১০ বাড়ি আপাতত লকডাউন করা হয়েছে।

Scroll to Top