করোনা মোকাবিলায় লালমনিরহাট জেলাকে লকডাউন ঘোষণা

করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় লালমনিরহাট জেলায় সকল প্রকার যানবাহন প্রবেশ ও বহির্গমন বন্ধ ঘোষণা করা হয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বুধবার সকালে চিঠি ইস্যু করে এক আদেশ জারি করেছেন।

পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ নির্দেশনা বলবৎ থাকবে।আজ লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও কৃষিপণ্যের দোকান সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। তবে ওষুধের দোকান সারাদিন খোলা থাকবে।

লালমনিরহাট জেলা প্রশাসক মো আবু জাফর বলেন, এসব প্রতিষ্ঠানকে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিচালনা করতে বলা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া হয়েছে গণবিজ্ঞপ্তিতে। সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি মেনে করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Scroll to Top