জয়পুরহাটের আক্কেলপুরে হারপিক পান করে মোস্তাকিম (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মোস্তাকিম আক্কেলপুর পৌর এলাকার পুরাতন বাজারের কসমেটিকস ব্যবসায়ী ইসরাফিল হোসেনের ছেলে। মৃত মোস্তাকিম বাবার কসমেটিক্স ব্যবসার দোকান দেখভাল করতেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে বুধবার রাতে মোস্তাকিম তার নিজ শয়নকক্ষে হারপিক খেয়ে অসুস্থ হয়ে পরলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। পরে তার অবস্থা আশঙ্কামুক্ত না হওয়ায় ওই রাতেই কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিলে পথিমধ্যেই সে মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার নাজমুল হোসেন বলেন, মোস্তাকিম নামে এক যুবককে গত বুধবার রাত ১০টা ৪৫ মিনিটে অসুস্থ অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। ওই সময় মোস্তাকিম আমাকে জানিয়েছিল সে হারপিক খেয়েছে। ওই সময় মোস্তাকিমের অবস্থা আশঙ্কামুক্ত না হওয়ায় এবং এখানে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা না থাকায় তাকে ওই রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।
স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুর রহিম বাঁধন বলেন, মোস্তাকিমের পারিবার আমাকে জানিয়েছে সে পারিবারিক কলহের কারনে হারপিক খেয়েছিল। পরে সে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ওসি আবু ওবায়দা।