শরীয়তপুরে আইসোলেশনে ভর্তি হওয়ার তিন ঘণ্টা পর যুবকের মৃত্যু

শরীয়তপুরে আইসোলেশনে ভর্তি হওয়ার তিন ঘণ্টা পর এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবক একটি বালু উত্তোলনের খননযন্ত্রের শ্রমিক। তাঁর বাড়ি নড়িয়া উপজেলার একটি গ্রামে। ৩৫ বছর বয়সী ওই যুবককে মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। তাঁর জ্বর, কাশি ও গলাব্যথা থাকায় তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। রাত সোয়া ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

শরীয়তপুরের সিভিল সার্জন ডা. আবদুল্লাহ আল মুরাদ বলেন, এর আগে গত ১৯ মার্চ নড়িয়া উপজেলা নিবাসী রফিকুল ইসলাম শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে ২৩ মার্চ পযর্ন্ত চিকিৎসাধীন ছিলেন। তখন তার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা করা হলে টিবি (যক্ষা) ধরা পড়েছিল।

আজ মঙ্গলবার দুপুর থেকে তিনি শ্বাসকষ্টে ভুগতে থাকেন। অবস্থার অবনতি হওয়ায় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সদর হাসপাতালে পাঠানো হয়। এরপর চিকিৎসকেরা ওই ব্যক্তিকে করোনা সন্দেহে আইসোলেশনে ভর্তি রাখেন।

Scroll to Top