করোনা আতঙ্কে চিকিৎসক-নার্সদের অনেকেই রোগীদের সেবা দিতে চাচ্ছেন না। জ্বর থাকলেই ফিরিয়ে দিচ্ছে প্রাইভেট হাসপাতালগুলো। এ নিয়ে রোগীর পরিবারদের রয়েছে নানা অভিযোগ। এরই মধ্যে ঘটে গেছে বগুড়ার কেশরতা গ্রামে একটি এমন ঘটনা যা নিয়ে ওই গ্রামে তোলপাড় চলছে।
ঢাকা থেকে গ্রামের বাড়িতে ফেরা স্বামীর জ্বর-সর্দি ও কাশি দেখা দেয়ায় তাকে বাড়িতে উঠতে দেননি স্ত্রী। বগুড়ার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের কেশরতা গ্রামে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে গতকাল সকাল থেকে ওই গ্রামে তোলপাড় চলছে।
জানা যায়, আদমদীঘির কেশরতা গ্রামের কাবিল উদ্দীন ঢাকা থেকে শরীরে জ্বর নিয়ে গতকাল ভোরে ট্রাকযোগে বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পর তাঁর শরীরে জ্বর থাকার কথা শুনে ঘর থেকে বের করে দেন স্ত্রী।
এ ছাড়া একই গ্রামের দুবাইফেরত নজরুল ইসলামের ছেলে ইউসুফ আলী ও ঢাকাফেরত বয়েজ উদ্দীনের ছেলে মেহেদী হাসান গত ২০ মার্চ নিজ বাড়িতে এসে আত্মগোপন করেন। পরে বিষয়টি জানাজানি হলে একটি মেডিক্যাল টিম কেশরতা গ্রামে যায়। সেখানে ওই তিনজনের শরীর পরীক্ষা করা হয়। পরে ওই তিন পরিবারের সবাইকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে রেখে বাড়িগুলোতে লাল পতাকা উড়িয়ে দেওয়া হয়।