কুষ্টিয়ায় করোনা সন্দেহে মৃত ব্যক্তির লাশ দাফন, চিকিৎসকসহ ১১ জন কোয়ারেন্টিনে

প্রাণঘাতী করোনায় বিশ্বে ৩৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বাংলাদেশে এই ভাইরাসে সরকারি হিসাবে এ পর্যন্ত ৫ জন মারা গেছেন। তবে করোনা সন্দেহে চিকিৎসা না পেয়ে অনেকে মারা যাচ্ছেন।

এদিকে কুষ্টিয়ায় সর্দি-কাশি ও শ্বাসকষ্টে এক ব্যক্তি মারা যাওয়ার ঘটনায় আজ সোমবার চিকিৎসকসহ ১১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এঁদের মধ্যে মারা যাওয়া ব্যক্তির পরিবারের তিনজন সদস্য রয়েছেন।

আজ সকাল সাতটার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। বেলা সোয়া একটার দিকে ভেড়ামারা উপজেলার একটি কবরস্থানে তাঁকে দাফন করা হয়। ওই ব্যক্তির স্ত্রী জানান, গত শুক্রবার তাঁর স্বামীর সর্দি, কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। আর আজ সকালে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

এ বিষয়ে কুষ্টিয়া সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, তিন দিনের সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তি হাসপাতালে আসার আগেই মারা গেছেন। ধারণা করা হচ্ছে, তাঁর দেহে করানো ভাইরাস থাকতে পারে।

এ দিকে বেলা দেড়টায় লাশটি থেকে নমুনা সংগ্রহ করে হাসপাতাল কর্তৃপক্ষ। লাশ সিভিল সার্জনের মাধ্যমে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ভেড়ামারায় নেওয়া হয়। সেখানে উপজেলা প্রশাসনের সহায়তায় লাশ দাফন করা হয়।

Scroll to Top