সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে দুইটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে শতাধিক মৎস্যঘের। পানিবন্দী হয়ে পড়েছে গ্রাম দুটির বেশকিছু ঘর-বাড়ি। সোমবার ভোরে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামের পরিমল মন্ডলের বাড়ি সংলগ্ন এলাকায় খোলপেটুয়া নদীর প্রায় ১০০ ফুট বেড়িবাঁধ ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে যায়।

শনিবার রাতে উপজেলার প্রতাপনগরে কোলা পয়েন্টে দেড়শ ফুট এলাকায় এই ভাঙন দেখা দেয়। গতকাল সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে সাধারণ মানুষ বালুর বস্তা, মাটি ও বাঁশ দিয়ে বাঁধ মেরামত করেন। স্থানীয়রা জানান, রাতে জোয়ারের পানির চাপে জরাজীর্ণ বাঁধ ভেঙে নদীতে বিলীন হয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে।

স্থানীয় পরিমল মন্ডলসহ আরও কয়েকজন জানান, ভোরে তার বাড়ি সংলগ্ন বেড়িবাঁধের বেশ কিছুটা ধ্বসে নদীগর্ভে চলে যায়। এসময় প্রবল বেগে পানি ঢুকে ঘের অধ্যুষিত কোলা ও হিজলা গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জোয়ারের তোড়ে প্রতাপনগর ইউনিয়নের আরও কয়েকটি গ্রামসহ পাশর্^বর্তী শ্রীউলা ইউনিয়নও প্লাবিত হওয়ার আশংকা রয়েছে।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আরিফুজ্জামান ভাঙনকবলিত বাঁধ পরিদর্শন করেছেন। আশাশুনি উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম জানান, ভাঙনকবলিত বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছে। একটি জোয়ার পার করতে পারলে আর কোনো ভয় থাকবে না।

Scroll to Top