চট্টগ্রাম প্রতিনিধি: হাটহাজারীর রেইঞ্জে বন বিভাগের অভিযান চালিয়ে প্রায় দুই হাজার ঘনফুট কাঠ জব্দ করে।গত রবিবার ২৭ অক্টোবর দিবাগত রাত ১:৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাচারের জন্য অবৈধভাবে মজুদকৃত বিবিধ জ্বালানি কাঠ চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী রেঞ্জ,হাজারীখিল রেঞ্জ এবং চট্টগ্রাম শহর রেঞ্জের যৌথ অভিযানে ফটিকছড়ির ভুজপুর থানার অন্তর্গত বারমাসিয়া চা বাগান সংলগ্ন মিয়া বাজার এলাকা হতে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত এই কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা।
জানা যায়,উক্ত জ্বালানি কাঠসমূহ ইটভাটায় পোড়ানোর উদ্দেশ্যে বারমাসিয়া চা বাগান হতে আহরণ করা হয়েছে।
এদিকে সোমবার দুপুরে চট্টগ্রাম শহর রেঞ্জের যৌথ নেতৃত্বে শোভনছড়ি বিট এলাকায় অভিযান চালিয়ে ১৫.৪৪ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়েছে।জব্দকৃত কাঠ গুলি স্থানীয় সুয়াবিল ইউনিয়নের সিন্ডিকেট গ্রুপের নেতা মোঃ নাজিম পিতা: মনু সওদাগর, মোহাম্মদ সাব মিয়া পিতা আনু মিয়া , মোঃ নাজিম উদ্দিন ওরফে নজু পিতা মুন্সি মিয়া গংদের বিরুদ্ধে কর্তনের অভিযোগ পাওয়া গেছে বলে জানান বিট কর্মকর্তারা।
এদিকে শোভনছড়ি বিট কর্মকর্তা মোঃ আবু তাহের সাংবাদিক মোঃ ইফতেখারকে জানান, এদের বিরুদ্ধে বন আদালতে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এছাড়া এর আগেও উক্ত পাচারকারীদের বিরুদ্ধে একাধিক বন মামলা হয়েছে ।