মেহেরপুরে \’গোলাগুলিতে শীর্ষ সন্ত্রাসী\’ নিহত

মেহেরপুরের গাংনী উপজেলায় দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে মনিরুল ইসলাম (৩২) নামে এক \’শীর্ষ সন্ত্রাসী\’ নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার কসবা-কচুইখাালি মাঠে এ ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম কসবা গ্রামের প্রয়াত ওসমান মোল্লার ছেলে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বলেন, কসবা-কচুইখালি মাঠে দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি চলছে– এমন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রীসারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মনিরুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে মামলা করা হবে।

তিনি জানান, মনিরুল জেলার শীর্ষ সন্ত্রাসীদের অন্যতম। তার বিরুদ্ধে গাংনীসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদক আইনে মোট ৯টি মামলা রয়েছে।

লেটেস্টবিডিনিউজ/কেএস

Scroll to Top