ঈদের দিন সকালেই সড়কে প্রাণ গেল ৬ জনের

পবিত্র ঈদুল ফিতরের দিন সকালেই ফরিদপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ২০ জন। আজ বুধবার ভোর পৌনে ৭টার দিকে উপজেলার ধুলদী রেলগেট এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে বাসের ড্রাইভার ও হেলপার রয়েছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, আজ সকাল পৌনে ৭টার দিকে এ কে ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। ধুলদী রেলগেট এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও দুজনের।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান ফায়ার সর্ভিসের ওই কর্মকর্তা।

লেটেস্টবিডিনিউজ/ বিকেএনএস