‘সম্ভ্রম বাঁচাতে’ ছাদ থেকে লাফ দিলেন কলেজছাত্রী

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এনজিওর এক ম্যানেজারের শ্লীলতাহানির হাত থেকে নিজের সম্ভ্রম বাঁচাতে দুই তলা থেকে লাফ দিয়েছে একজন কলেজছাত্রী। এতে গুরুতর আহত হয়ে বর্তমানে মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে। গতকাল রোববার উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্লা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, টাঙ্গাইলে যাওয়ার সময় সদ্য এইচএসসি শেষ করা মেয়েটির সঙ্গে বাসে পরিচয় হয় উপজেলার পাকুল্লাতে অবস্থিত ‘যুগবাণী’ নামে একটি এনজিওর ম্যানেজারের সঙ্গে। এরপর তানজিরুল ইসলাম জীবন নামের ওই ম্যানেজার চাকরির কথা বলে তার সঙ্গে সখ্যতা গড়ে তোলে। এরই পরিপ্রেক্ষিতে রোববার সকালে ম্যানেজার তার এক নারী কর্মীর মাধ্যমে ওই মেয়েকে চাকরির কথা বলে অফিসে ডেকে আনেন।

তবে মেয়েটি ম্যানেজারের কক্ষে প্রবেশের পর তার অসৎ উদ্দেশ্য বুঝতে পারে। এরপর মেয়েটি সেখান থেকে বেরিয়ে আসতে চাইলে ম্যানেজার তাকে বাধা দেন। পরে সম্ভ্রম বাঁচাতে ওই এনজিও অফিসের দুতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মেয়েটি। এতে গুরুতর আহত হয় সে।

পরে স্থানীয়দের সহায়তায় মেয়েটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তী সময়ে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মেয়েটির কোমরের হাড় ফেটে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে বলে জানা যায় কুমুদিনী হাসপাতাল সূত্রে।

ঘটনার পর থেকে এনজিও ম্যানেজার তানজিরুল ইসলাম জীবন পলাতক রয়েছেন। তাকে কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান স্থানীয় লোকজন।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সোমবার পর্যন্ত মেয়ের পরিবার থানায় লিখিত কোনো অভিযোগ দেয়নি। তবে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Scroll to Top