দিনাজপুরের বিরল উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আলম (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। শনিবার রাত দেড়টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মজৈন সীমান্তের কাঠালিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলম একই ইউনিয়নের কামদেবপুর (ঈদগাঁ মোড়) এলাকার মোশাহক আলীর ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে এলাকাবাসী।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টার দিকে আলম ধর্মজৈন এলাকার সীমান্ত ঘেষা পিলার নং ২০/১০ এস মহাতলা নামক স্থান দিয়ে ভারত থেকে ফেরার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ সদস্যরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা আলমের মরদেহ উদ্ধার করে নিয়ে আসে।
বিজিবির ধর্মজৈন বিওপির নায়েক মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী নাহিদুজ্জামান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের মরদেহের ময়না তদন্ত হবে। এ ব্যাপারে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য বলা হয়েছে। সেখানে এই হত্যাকাণ্ডের কড়া প্রতিবাদ জানানো হবে।