চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার উদ্যোগে প্রতিদিন ৫শ\’ থেকে এক হাজার লোককে ইফতার করানো হয়। বিভিন্ন এলাকা থেকে ইফতার করতে আসেন রোজাদাররা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দীর্ঘদিন ধরে চলছে এই আয়োজন।
উপমহাদেশের অন্যতম ধর্মীয় বিদ্যাপিঠ হাটহাজারী মাদ্রাসা। আসরের নামাজের পর থেকেই এখানে শুরু হয় ইফতারির প্রস্তুতি। ইফতারি তৈরি থেকে বণ্টন, সব কাজই করেন মাদ্রাসার শিক্ষার্থীরা।
ধনী-গরিব ভেদ ভুলে এক কাতারে শামিল হয়ে, প্রতিদিন এখানে ইফতার করেন কয়েকশ মানুষ। এদের মধ্যে রয়েছেন- মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, ও সাধারণ মানুষ।
হাটহাজারী মাদ্রাসায় ইতেকাফে বসেন আলেমগণ। তাদের সাথে ইফতারে অংশ নেয়া সওয়াব ও আনন্দের বলে মনে করেন অনেকেই। মাদ্রাসার ইফতার আয়োজনে, সহায়তা করেন বিত্তবানরাও।
আয়োজক ওমর ফারুক জানান, ‘প্রত্যেকটা আয়োজন আমাদের মাদ্রাসার পক্ষ থেকে করা হয়। আর এতেকাফে শুরুর দিকে মানুষ কম থাকলেও ধীরে ধীরে মানুষ বাড়তে থাকে।’
রোজা বাড়ার সাথে সাথে বাড়ে ইফতারে অংশগ্রহণকারীও।