চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর শেরশাহ (বাংলা বাজারে) ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের অভিযানের সময় ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর করে দূর্বৃত্তরা ।গত ৫ বছরের বেশি সময় ধরে ঢাকা-চট্টগ্রাম একমাত্র বাইপাস সংযোগ রোডটিতে দখলকৃত অবৈধ দোকানপাটগুলো রাস্তা দখল করে চলছিলো। আর এগুলোকে সরাতে অভিযান চালায়। এছাড়া বিএসআরএম ফ্যাক্টরির কাভার্ড ভ্যান গুলিও রাস্তায় পার্কিং করে রাস্তায় যানবাহন ও পথচারীদের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে।এদিকে রাত ১০টার মধ্যে ঢাকা- চট্টগ্রাম- শেরশাহ বাইপাস সড়কটি খালি করার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের দুই সদস্য গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসারত আছেন বলে জানা গেছে।এদিকে বিস্তারিত জানতে বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খানকে মুঠোফোন একাধিকবার চেষ্টা করলেও তাকে পাওয়া যায় নি।।