কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে রংপুর শহর। আর এদিকে সারা দেশের ১০টি শিক্ষা বোর্ডে ২০১৯ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে ।
রংপুর শহরে বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছে পরীক্ষার্থীরা। বিদ্যুৎ না থাকায় তারা মোমবাতি জ্বেলে দিচ্ছে পরীক্ষা। পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ এই প্রসঙ্গে কোন ব্যবস্থা গ্রহণ না করায় হতাশা ও ক্ষুব্ধ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
এই প্রসঙ্গে শালবনের সরকারি রোকেয়া কলেজের অধ্যক্ষ বলেন, গতকালের কাল বৈশাখী ঝড়ে আমাদের কলেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে শিক্ষক ও পরীক্ষার্থী উভয়ই ভোগান্তিতে পরেছি। তবে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য আমরা বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছি।
প্রসঙ্গত, এ বছর এ পরীক্ষায় বসার কথা ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ পরীক্ষার্থীর। গতবারের চেয়ে এবার ৪০ হাজার ৪৮ জন পরীক্ষার্থী বেড়েছে। দিনাজপুর বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় ১,২৪,৮৭৯ জন পরীক্ষার্থী। তারমধ্যে রংপুরে ১৯৯ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
আজ প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষা হচ্ছে। জানা গেছে, এ বছর এ পরীক্ষায় বসার কথা ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ পরীক্ষার্থীর। গতবারের চেয়ে এবার ৪০ হাজার ৪৮ জন পরীক্ষার্থী বেড়েছে।
এইচএসসি ও সমমানের মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের চেয়ে ছাত্রী সংখ্যা বেশি। মোট ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন, বাকি ছয় লাখ ৮৭ হাজার ৯ জন ছাত্রী। এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭। মাদরাসা বোর্ডের পরীক্ষার্থী ৮৮ হাজার ৪৫১, কারিগরি বোর্ডে এক লাখ ২৪ হাজার ২৬৪ এবং ডিআইবিএস পরীক্ষার্থী ৪৩ জন।
এবার পরীক্ষা নির্বিঘ্নে পরিচালনা করতে কোচিং সেন্টার বন্ধসহ ২২ ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার।