দিনভর সংঘাত-সহিংসতার পর রোববার (৪ আগস্ট) সন্ধ্যা থেকে জারি হয়েছে অনির্দিষ্টকালের কারফিউ। আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে আছেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা।
রাজধানীর পরিবেশ থমথমে অবস্থা বিরাজ করছে। রাস্তায় কোনো গণপরিবহনও দেখা যায়নি। রাতেও রাজধানীজুড়ে ছিল থমথমে পরিস্থিতি। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে সেনাবাহিনীর টহল এবং চেকপোস্ট। উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে জরুরি কাজে সেরেছেন অনেকে।
এদিকে আজ থেকে শুরু তিনদিনের সাধারণ ছুটি। আগামী ৭ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে সব সরকারি-বেসরকারি অফিস। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে বের না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
অপরদিকে আজ ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনেরও ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। কারফিউ এর মধ্যে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘিরে জনমনে উৎকণ্ঠা ও শঙ্কা দেখা দিয়েছে।