জনগণকে কষ্ট না দিয়ে রাজনৈতিক দলগুলোকে সমাবেশ করার আহ্বান ডিএমপি কমিশনারের

জনগণকে কষ্ট না দিয়ে রাজনৈতিক দলগুলোকে সমাবেশ করার আহ্বান ডিএমপি কমিশনারের
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক - সংগৃহীত ছবি

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, মানুষকে কষ্ট না দিয়ে রাজনৈতিক দলগুলোর সমাবেশ করা উচিত। ভবিষ্যতে হয়তো এমন সময় আসবে যে জনগণ অতিষ্ঠ হয়ে গেলে এসব কর্মসূচিতে নিষেধাজ্ঞা আরোপ করা লাগতে পারে।

আজ বুধবার (২৬ জুলাই) সকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক পুরান ঢাকার হোসেনি দালানের সামনে ২৯ জুলাই পবিত্র আশুরার নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ বিফ্রিং শেষে এসব কথা বলেন।

তিনি বলেন, ‌পরিস্থিতি পর্যালোচনা ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কয়েকটি রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেব। রাজনৈতিক সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার। জনগণের নিরাপত্তা নিশ্চিতও করা ঢাকা মহানগর পুলিশের দায়িত্ব ও কর্তব্য।

খন্দকার গোলাম ফারুক বলেন, আমি সব রাজনৈতিক দলকে অনুরোধ করব, কর্মদিবসে (ওয়ার্কিং ডেতে) সমাবেশ করা মানে রাজধানী অচল করে দেওয়া, লাখ লাখ মানুষকে রাস্তায় যানজটের মধ্যে আটকে রাখা। এসব বিষয় মাথায় রেখে তারা যেন কর্মপরিকল্পনায় পরিবর্তন (চেঞ্জ) এনে বন্ধের দিনে নিয়ে যান।

খন্দকার গোলাম ফারুক আরও বলেন, ‌‌‌রাজনৈতিক দলের সমাবেশস্থলে যারা আসবেন, তারা কোনোভাবেই লাঠিসোঁটা ও ব্যাগ নিয়ে যেন না আসেন। এতে বিস্ফোরক থাকতে পারে, (সাবোটাজ) নাশকতা হতে পারে। নিরাপত্তার স্বার্থে সব রাজনৈতিক দলকে অনুরোধ করব, আপনারা জনগণকে কষ্ট না দিয়ে সমাবেশ করুন।