রাজধানীতে গভীর রাতে বাড়ি ফেরার পর গেট খোলা নিয়ে তর্কের এক পর্যায়ে নিরাপত্তকর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা অভিযুক্ত তরুণকে আটক করেছে পুলিশ।
রোববার দিবাগত রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে রাজধানীর শেরেবাংলা নগরের ৫৯ পশ্চিম আগারগাঁওয়ের মিয়া টাওয়ারে।
নিহতের নাম আজিম শেখ (৫৫)। তিনি ওই ভবনের নিরাপত্তা কর্মী ছিলেন এবং ওই বাড়িতেই থাকতেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে।
আটক তরুণের নাম সাগর (১৮)। তিনি কৃষি গবেষণা নার্সারি অফিস সহকারী।
আজিমকে হাসপাতালে নিয়ে আসা ভবনের এক ফ্ল্যাট মালিক ইমাম হোসেন বলেন, সাগর অনেক রাতে বাসায় ফেরায় গেট খোলা নিয়ে গার্ডের সঙ্গে তর্ক হয়। এক পর্যায়ে আজিমকে ধারালো অস্ত্র দিয়ে বুকে-পিঠে এলোপাথাড়ি আঘাত করে রক্তাক্ত করে ফেলে পালিয়ে যায়।
তিনি জানান, সেখানে ধস্তাধস্তিতে সাগরের হাতও সামান্য কেটে যায়। সে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। পরে বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানালে হাসপাতাল থেকে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ভোর চারটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি শেরে বাংলা নগর থানায় জানানো হয়েছে।